You are currently viewing Communalism in India: History, Politics and Culture

Communalism in India: History, Politics and Culture

Communalism in India: History, Politics and Culture

Edited by K.N. Panikkar

Publisher: Manohar Publications, New Delhi

গ্রন্থের শুরুতেই সম্পাদক কে. এন. পানিকার কবুল করেছন যে ভারতের সাম্প্রদায়িকতা নিয়ে আলোচনা করতে হলে দেশটির ধর্মীয় গোঁড়ামি, ইংরেজ বেনিয়াদের নানা রকমের ষড়যন্ত্র আর হিন্দু-মুসলমানের সামাজিক এবং রাজনৈতিক অবস্থানকে প্রথমে জানতে হবে। আমার কাছে কথাটি খুবই গ্রহনযোগ্য মনে হয়েছে। আমাদের পাক ভারত উপমহাদেশের সাম্প্রদায়িকতার উৎস খুঁজতে হলে চোখ আকাশে উঠবে। কোথায় নেই এই সাম্প্রদায়িকতা? কথা হল ইংরেজদের আগে কি ভারতে সাম্প্রদায়িকতা ছিলো না?  সমাজের প্রতিটা স্তরে এই বিষফলটাকে কি খুব সযত্নে লালন করা হয়নি? কেন লালন করা হয়েছিল বা এখনো হচ্ছে? এর সোজা সাপ্টা কারণ হল ক্ষমতার রাজনীতি। ক্ষমতাকে টিকিয়ে রাখতে হলে চাই সাম্প্রদায়িক জাগরণ। চাই মানুষে মানুষে কাটাকাটি, দাঙ্গা। এই কাজ ভু ভারতে আগেও হয়েছে এখনও হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে নাম এবং প্রথার হয়তো পরিবর্তন হয়েছে মাত্র।

এই গ্রন্থের সংকললিত নানা প্রবন্ধে ভারতের নানা প্রদেশের হিন্দু মুসলমানের দাঙ্গা, ইংরেজ শাষনামলে ব্রিটিশ এবং জমিদারদের সম্মিলিতভাবে কৃষকদের উপর অত্যাচার, হিন্দু-মুসলমানের ধর্মীয় উন্মাদনা, হাল আমলে হিন্দুদের বিজেপি এবং মুসলমানদের ধর্মীয় উগ্রতার ঘটনাগুলো এই গ্রন্থের পাতায় পাতায় ফুটে উঠেছে।

এই যখন ভারতীয় সমাজের চিত্র সেখানে যুগে যুগে অনেক মানবপ্রেমিক, বিজ্ঞ রাজনৈতিক নেতৃত্ব এবং কিছু ভালো ধর্মীয় নেতারাও এগিয়ে এসেছেন এবং সমাজ নির্মাণে ভালো ভুমিকাও রেখেছেন।। বলার অপেক্ষা রাখে না যে দেশ শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে ভাগ হতে বাধ্য, যে দেশে শুধুমাত্র হিন্দু-মুসলমান দাঙ্গায় মানুষ প্রাণ হারায় সে দেশের সাম্প্রদায়িকতার হিসাব নিকাশ করা একটু জটিল বৈকি!

 ভারতে সাম্প্রদায়িকতার ইতিহাস নিয়ে এই গ্রন্থটিতে অসাধারণ কিছু( মোট ১৩টি) প্রবন্ধ সংকলোতি হয়েছে। আগ্রহী পাঠকদের জন্য সূচিপত্রটির ছবিও এই গ্রন্থ পরিচয়ের সঙ্গে যোগ করে দিলাম।

ভারতের সাম্প্রদায়িক ইতিহাস, এই নিয়ে রাজনীতি এবং সব মিলিয়ে ভারতের সমাজ নির্মাণে যে সামাজিক ইতিহাসের ধারাটি তৈরি হয়েছে এই গ্রন্থের সংকলিত প্রবন্ধগুলো পাঠে সেসবের একটি অসাধারণ চিত্র খুঁজে পাওয়া যাবে।

Leave a Reply